
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। শনিবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে জুলাই অভ্যুত্থানে আহতরাসহ নিহতের স্বজনরা।
বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি জানিয়ে তারা বলেন, জুলাই শহীদদের রক্তের উপর দাড়িয়ে যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাইছে তাদের বাংলার জনগণ মেনে নেবে না।
যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের হুশিয়ার করে বলেন, দেশের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা। কিন্তু কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতেও আওয়ামীলীগের পুনর্বাসন এ দেশের ছাত্র-জনতা মেনে নেবে না।