
ফিলিস্তিনি মুসলামানদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জুম্মাবাদ শহরের মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আলেম ওলামাদের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনির গণহত্যার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নলছিটি শহরের আলেম ওলামারা বক্তব্য দেন।