
ধর্ষণের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশপাশি দ্রুত বিচার ও সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার আইন সংশোধনের যে সিদ্ধান্ত নিয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধর্ষণের মত ভয়াবহ অপরাধ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২০ মার্চ) পটুয়াখালীতে ধর্ষণের শিকার কলেজছাত্রী ও তার পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে নাহিদ এ দাবি জানান।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীর খোঁজখবর নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। পরে পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসানসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।