
পটুয়াখালীর দুমকীতে ‘ধর্ষণের’ শিকার কলেজছাত্রীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সকালে তিনি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানান।
ঘটনার শিকার কলেজছাত্রীর বাবা গত জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে নিহত হয়েছিলেন। বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি ফেরার পথে মেয়েটি আক্রান্ত হয়। তাকে রাস্তা থেকে তুলে নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয় বলে থানায় অভিযোগ করা হয়েছে।
আক্রান্ত তরুণী গত বুধবার দুইজনকে আসামি করে থানায় মামলাটি করেন। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে।
মামলার বরাতে ওসি বলেন, গত বছর জুলাই-অগাস্ট আন্দোলনে নিহত বাবার কবর জিয়ারত করার পর মেয়েটি নানা বাড়ি যাওয়ার সময় আসামিরা তার পিছু নেয়।
“এক সময় মুখ চেপে ধরে তাকে রাস্তার পাশের একটি বাগানে নিয়ে যায় তারা। ধর্ষণের ঘটনার ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আসামিদের একজন জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও অন্যজন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র।”
এনসিপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা থেকে রওনা হয়েছেন নাহিদ ইসলাম। বেলা ১১টায় পটুয়াখালীতে ভিক্টিমের পরিবারের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে।
পরে তিনি ধর্ষণের ঘটনায় বিচারের বিষয়ে ডিসি এবং এসপির সঙ্গে মতবিনিময় করবেন এবং স্থানীয় সাংবাদিকদের ব্রিফ করবেন।
বিকালে পটুয়াখালীর পাঙ্গাসিয়াতে জুলাই আন্দোলনে নিহত একজনের কবর জিয়ারত করবেন নাহিদ। সফরকালে পটুয়াখালী ও বরিশালে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে একাধিক অনুষ্ঠান করার কথা রয়েছে তার।