কুমিল্লার বরুড়া উপজেলার হেরপেটিতে মরহুম মাও আব্বাস আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার বিকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নোয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের ব্যবস্থাপনায় এলাকার প্রায় পাঁচশত মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পীরে কামেল হাফেজ মাওলানা নেছার উদ্দিনের দোয়া মুনাজাতে এলাকার বিশিষ্ট সমাজ সেবক সোহেল পারভেজ, হেরপেটি এমরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি মাস্টার কামরুল হোসেন বকুল, এলাকার মেম্বার আবদুস সালামসহ অনেকে রমজানের ফজিলত ও ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
এলাকার মানুষের মাঝে ঐক্য, ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলোচনা করেন এবং ভবিষ্যতে ফাউন্ডেশনের সকল কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করেন।